শীর্ষ সন্ত্রাসী ফরহাদ দেওয়ানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী
- Update Time : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ১৮০ Time View
রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ফরহাদ দেওয়ানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাই, মাদক ব্যবসা, হত্যাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
রোববার (১৬ মার্চ) বিকালে দক্ষিণখানের পেয়ারা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তোকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ২টি ধারালো ছুরি, ৬৯টি মোবাইল সিম, ৭৯টি মেমোরি কার্ড ও ১৬টি পেনড্রাইভ উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ফারুক দেওয়ানকে দক্ষিণখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।












